Home জাতীয় শোক সংবাদ

শোক সংবাদ

by Razon

জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক লাবণ্য আহমেদ মারা গেছেন

জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক, উপসচিব, লাবণ্য আহমেদ আর নেই। বিগত পাঁচ বছর ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। গত মাসে তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়। অস্ত্রোপচার পরবর্তী জটিলতায় অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৮ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী, বন্ধু-স্বজন রেখে গেছেন। তার মরদেহ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। রাজধানীর আজিমপুর গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।

লাবণ্য আহমেদ পেশাগত জীবনে একজন দায়িত্বশীল, দক্ষ ও অভিজ্ঞ জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিজ কর্মক্ষেত্র, গণমাধ্যম এবং তথ্য ও সম্প্রচার ক্ষেত্রে সুপরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন তিনি।

তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন।

লাবণ্য আহমেদ এর বাবা নাসির আহমেদ বেনু বাংলাদেশ আর্মস ডিলার্স অ্যান্ড ইম্পোর্টাস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং তার মা শাহেনশা বেগম বাংলাদেশের ইতিহাসের বরেণ্য দুই ব্যক্তি জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সার এর বোন।

তিনি ১৯৬৭ সালে পিরোজপুর জেলার বড় মাছুয়া গ্রামের দারোগা বাড়িতে জন্মগ্রহণ করেন।

You may also like

Leave a Comment