বান্দরবান জেলায় মেধাবী ৬৯৫ জন শিক্ষার্থীদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেন বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার, ০১ নভেম্বর ২০২৩ সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবান জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ২৬৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে ১৮ লক্ষ ৫৫ হাজার প্রদান করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৪৩০ জন, ১০ হাজার টাকা করে ৪ লক্ষ ৩০ হাজার টাকা সহ সর্বমোট ৬৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৬১ লক্ষ ৫৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির, বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য প্রতিটি জেলা, উপজেলা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সুবিধা নিশ্চিত করেন। এবং চাকরিতে কারো সুপারিশ নয় নিজের যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করে সুযোগ করে নিতে হবে। নিজের ভবিষ্যৎ সুন্দর করতে হবে।
পার্বত্য বান্দরবান জেলা আগে পিছিয়ে পড়া একটা জেলা ছিল কিন্ত বর্তমান সরকার পিছিয়ে রাখে না আমাদের জেলায়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে এখন বান্দরবান জেলার প্রত্যান্ত অঞ্চলে উন্নয়ন ও সু শিক্ষা শিক্ষিত করছে এবং স্কুল প্রতিষ্ঠানগুলো উন্নতমানে শিক্ষক ও শিক্ষার ব্যবস্থা করা হয়।
উপস্থিত বিশেষ অতিথি একই বক্তব্য দিয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সমাপ্তি হয়।
এন্ড্রো ত্রিপুরা
বান্দরবান প্রতিনিধি


