Home বিনোদন ‘গণজাগরনের যাত্রাপালা উৎসব’বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামিকাল ২রা নভেম্বর থেকে শুরু হচ্ছে১৯ দিনব্যাপী যাত্রাপালা উৎসব

‘গণজাগরনের যাত্রাপালা উৎসব’বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামিকাল ২রা নভেম্বর থেকে শুরু হচ্ছে১৯ দিনব্যাপী যাত্রাপালা উৎসব

by Razon

শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। লোক ঐতিহ্যের এক সমৃদ্ধ রুপায়ব যাত্রাপালা। ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই যাত্রাপালার বিস্তার। আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখা যাত্রাপালা বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পন স্বরুপ কাজ করে যাত্রাপালা।
উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী ১২০ টি যাত্রাদলের পরিবেশনায় ৪২টি জেলায় আগামী ০২-২০ নভেম্বর পর্যন্ত ‘গণজাগরণের যাত্রাপালা উৎসব ২০২৩’ আয়োজন করেছে। উৎসবের উদ্বোধনী আয়োজন ০২ নভেম্বর, সন্ধ্যা ৬.০০ টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিন ০২ নভেম্বরসহ আগামী ০৬ নভেম্বর ২০২৩ পর্যন্ত ১৫টি যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা পরিবেশিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ এমপি। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
আগামীকাল ০২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী আয়োজনে শুরুতেই যাত্রাদল লোকনাট্য গোষ্ঠীর পরিবেশনায় পরিবেশিত হবে যাত্রাপালা ‘স্মার্ট বাংলাদেশ।’ যাত্রাদল জ্যোতি অপেরা পরিবেশন করবে যাত্রাপালা ‘জননীর স্বপ্নপূরণ’ এবং যাত্রাদল বাংলার বাণী অপেরা পরিবেশন করবে যাত্রাপালা ‘জাগো মানুষ জাগাও দেশ’।
০৩ নভেম্বর ২০২৩
গণজাগরণের যাত্রাপালা উৎসবে যেসব যাত্রাদলের পরিবেশনা থাকবে-

যাত্রাদল স্বাধীন বাংলা নাট্য গোষ্ঠীর পরিবেশনায় যাত্রাপালা ‘আলোর পথে’ পরিবেশিত হবে। যাত্রাদল মহানগর পরিবেশন করবে যাত্রাপালা ‘দবির দফাদার’ এবং যাত্রাদল শিখা নাট্য গোষ্ঠী পরিবেশন করবে যাত্রাপালা ‘বদলে যাওয়া বাংলাদেশ’।

০৪ নভেম্বর ২০২৩
গণজাগরণের যাত্রাপালা উৎসবে যেসব যাত্রাদলের পরিবেশনা থাকবে-

যাত্রাদল প্রগতি নাট্য সংস্থার পরিবেশনায় থাকবে যাত্রাপালা ‘একজন রহিমুদ্দি’; যাত্রাদল নিউ লোকনাথ অপেরা পরিবেশন করবে যাত্রাপালা ‘জননী জন্মভুমিশ্চ’ এবং যাত্রাদল বন্ধু অপেরা পরিবেশন করবে যাত্রাপালা ‘বদলে যাওয়া বাংলাদেশ’।

০৫ নভেম্বর ২০২৩
গণজাগরণের যাত্রাপালা উৎসবে যেসব যাত্রাদলের পরিবেশনা থাকবে-

যাত্রাদল সীমা অপেরার পরিবেশনায় থাকবে যাত্রাপালা ‘জননীর স্বপ্নপূরণ’। যাত্রাদল গোল্ডেন-৯ নাট্য গোষ্ঠী পরিবেশন করবে যাত্রাপালা ‘দবির দফাদার’ এবং যাত্রাদল জয়যাত্রা পরিবেশন করবে যাত্রাপালা ‘স্মার্ট বাংলাদেশ’।

০৬ নভেম্বর ২০২৩
গণজাগরণের যাত্রাপালা উৎসবের ৫ম দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে পরিবেশনা থাকবে-

যাত্রাদল স্বরুপ কথার পরিবেশনায় থাকবে যাত্রাপালা ‘একজন রহিমুদ্দি’। যাত্রাদল নিউ শামীম নাট্য সংস্থা পরিবেশন করবে যাত্রাপালা ‘শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ’ এবং যাত্রাদল একতা অপেরা পরিবেশন করবে যাত্রাপালা ‘জাগো মানুষ জাগাও মানুষ’।
০৬-২০ নভেম্বর ২০২৩ পর্যন্ত দেশের ৪২ টি জেলায় বিভিন্ন দলের পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলবে এই যাত্রাপালা উৎসব। যাত্রাপালা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

তথ্যসুত্র

জনসংযোগ কর্মকর্তা
বাংলাদেশ শিল্পকলা একাডেমি

You may also like

Leave a Comment