Home জাতীয় চালু হল বাংলাদেশের নিজস্ব ব্যাংকিং কার্ড ‘টাকা-পে’

চালু হল বাংলাদেশের নিজস্ব ব্যাংকিং কার্ড ‘টাকা-পে’

by Razon

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১ নভেম্বর ২০২৩) সকালে এক অনুষ্ঠানে এ কার্ডের উদ্বোধন করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম লেনদেন করা হয় রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের কার্ডের মাধ্যমে। পরবর্তীতে দেশীয় অন্যান্য ব্যাংক এই কার্ড ইস্যু করতে পারবে, নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ ব্যাংকের হাতে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধন হলেও সাধারণের জন্য সেবাটি মিলবে কিছুদিন পর থেকে। মূলত ‘টাকা পে’ কার্ডটি হবে ভিসা, মাস্টারকার্ড বা অ্যামেক্সের মতো স্থানীয় বিকল্প। কার্ডটি ব্যবহারে খরচও কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে প্রতিবছর বাংলাদেশ থেকে অনেকে ভারতে যান। এই ডেবিট কার্ডের মাধ্যমে মানুষ টাকা বা রুপি উত্তোলন করতে পারবেন এবং ভারতে ভ্রমণকারী বাংলাদেশিরা অর্থ প্রদানের জন্য ব্যবহার করতে পারবেন।

You may also like

Leave a Comment