Home যোগাযোগ ২৭ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল ‘টাইগার নিউ এনার্জি’

২৭ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল ‘টাইগার নিউ এনার্জি’

by Razon

বাংলাদেশে সবচেয়ে বড় সিড রাউন্ডে বিনিয়োগ হিসাবে একটি উল্লেখযোগ্য অর্জন যা পেল টাইগার নিউ এনার্জি। প্রতিষ্ঠানটি সফলভাবে ২৭ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পেয়েছেন।

টাইগার নিউ এনার্জি একটি নেতৃস্থানীয় দক্ষিণ-পূর্ব এশীয় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম যাদের ইতিমধ্যেই টেকসই এবং উদ্ভাবনী স্টার্টআপ নিয়ে কাজ করার গুরুত্বপূর্ণ ট্র্যাক রেকর্ড রয়েছে। বিশ্বায়নের এই সময়ে যখন বিশ্বব্যাপী বিলাসবহুল ব্র্যান্ডগুলি বৈদ্যুতিক যানবাহনের বিপ্লবকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ একটি উদ্ভাবনীয় পদ্ধতির অগ্রজ ভূমিকা পালন করছে। গড়ে প্রতিদিন প্রায় ২৫ লক্ষ বৈদ্যুতিক যানবাহন দেশের রাস্তায় চলাচল করে। যার অধিকাংশই তিন চাকার বৈদ্যুতিক যান।

বৈদ্যুতিক এসব বাহনগুলোতে সাধারণত লেড এসিড ব্যাটারি ব্যবহৃত হয়, যার স্থায়ীত্বকাল কম ও চার্জ হতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি অনেক বেশি স্থায়ী ও পরিবেশবান্ধব। টাইগার নিউ এনার্জির স্টেশনগুলো চালকদের কয়েক মিনিটের মাঝেই ব্যাটারিটা পরিবর্তন করে নতুন আরেকটি চার্জ করা ব্যাটারি দিতে সহযোগিতা করবেন। ব্যাটারি পরিবর্তনেও এককালীন কোন খরচ হবেনা। মাত্র কয়েকশ টাকা খরচ করেই, চালকরা সম্পূর্ণভাবে চার্জ করা ব্যাটারি পেয়ে যেতে পারবেন।

বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকোল মাও এবং ইউয়ে ঝু বাংলাদেশে তিন চাকার ব্যাটারি চালিত যানবাহনের জন্য নিয়ে এসেছে যুগান্তকারী এক উদ্ভাবন। টাইগার নিউ এনার্জি নামক কোম্পানির মাধ্যমে তারা দেশজুড়ে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

You may also like

Leave a Comment