Home বাণিজ্য সুন্দোরা ব্ল্যাকফ্রাইডেতে চলছে বিশাল ছাড়

সুন্দোরা ব্ল্যাকফ্রাইডেতে চলছে বিশাল ছাড়

by Razon

সুন্দোরা ব্ল্যাকফ্রাইডেতে বিভিন্ন পন্যের উপর ডিসকাউন্ট চলছে। সুন্দরা বিউটিতে গ্রাহকরা পারফিউম, স্ক্রীনকেয়ার, মেকআপ এবং মোমবাতির উপর ৭০% ডিসকাউন্ট পাচ্ছেন। সেই সাথে সুন্দোরা কিডস্‌ জোনে খেলনা এবং কারুশিল্পের উপর ৫০% ছাড় উপভোগ করতে পারবেন। আগামী ২৫ শে নভেম্বর পর্যন্ত গ্রাহকরা এই সুযোগ নিতে পারবেন। বিউটি প্রোডাক্ট, বাচ্চাদের প্রোডাক্টসহ গৃহস্থালীর ১২০টি জনপ্রিয় আন্তের্জাতিক ব্র্যান্ডের অফিসিয়াল পার্টনার হলো সুন্দোরা। সুন্দোরার বনানী, গুলশান এবং ধানমন্ডিতে ষ্টোরে আপনাকে স্বাগতম। অনলাইনে পণ্য কেনার জন্য লগইন করুন sundora.com.bd তে।

You may also like

Leave a Comment