Home বিনোদন ঢাকার রাশিয়ান হাউস জিওগ্রাফিকাল ডিকটেশন ২০২৩ এর আয়োজন করলো।

ঢাকার রাশিয়ান হাউস জিওগ্রাফিকাল ডিকটেশন ২০২৩ এর আয়োজন করলো।

by Razon

১৯ নভেম্বর, ২০২৩, ঢাকার রাশিয়ান হাউস রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত জিওগ্রাফিকাল ডিকটেশন ২০২৩ আয়োজন করেছে। বাংলাদেশী অংশগ্রহণকারীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধার জন্য, রাশিয়ান হাউস, ধানমন্ডি, ঢাকায় জিওগ্রাফিকাল ডিকটেশন ২০২৩-এ অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের শিক্ষার্থী, সাংবাদিক, রুশ স্বদেশীসহ বিভিন্ন স্তরের পেশাজীবীরা সেখানে অংশগ্রহণ করেন।

ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক জনাব পাভেল দভইচেনকভ্ শুরুতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটির বার্ষিক ডিকটেশন সম্পর্কে কথা বলেন। তিনি বলেন যে, ২০১৫ সাল থেকে, রাশিয়ান ভৌগলিক সোসাইটি দ্বারা প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষামূলক প্রচারাভিযান ” জিওগ্রাফিকাল ডিকটেশন” পরিচালিত হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশি অংশগ্রহণকারীদের সহায়তার জন্য ঢাকার রাশিয়ান হাউস এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্রোগ্রামটির মূল লক্ষ্য হল সারা বিশ্বে রাশিয়ার ভূগোল এবং জনগণ সম্পর্কে জ্ঞানকে জনপ্রিয় করা। প্রচারটি বার্ষিক অনুষ্ঠিত হয়, এবং গত আট বছরে, ১২৬টি দেশের ৩ মিলিয়ন মানুষ এতে অংশ নিয়েছে। লেখাগুলি ভৌগলিক বিজ্ঞান, ভৌগোলিক আবিষ্কারের ইতিহাস এবং রাশিয়ার প্রাকৃতিক ও জাতিগত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি নিবেদিত। ২০২৩ সালে রাশিয়ায় পালিত শিক্ষক ও পরামর্শদাতার বছর সম্পর্কিত বেশ কয়েকটি বিষয়। 

ডিক্টেশনটিতে বিভিন্ন বিবেচনার ৪০ টি প্রশ্ন ছিল (১০টি সাধারণ তথ্যের উপর এবং ৩০টি কল্পনা, যুক্তি এবং পাণ্ডিত্যের উপর)।

ঢাকায় রাশিয়ান হাউসের ডিরেক্টর রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটি কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সকল অংশগ্রহণকারীদের হাতে তুলে দেন।

You may also like

Leave a Comment