Home বাণিজ্য ’এগ্রি এন্ড ফার্মিং অ্যাওয়ার্ড ২০২৩’ পেল রুপাই সাইলেজ।

’এগ্রি এন্ড ফার্মিং অ্যাওয়ার্ড ২০২৩’ পেল রুপাই সাইলেজ।

by Razon

বেস্ট সাইলেজ উৎপাদনে ’এগ্রি এন্ড ফার্মিং অ্যাওয়ার্ড ২০২৩’ পেল রুপাই সাইলেজ।
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ। আর সেই পথ ধরেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি ও কৃষিঅর্থনীতি। প্রান্তিক কৃষকের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে সমানতালে কাজ করে যাচ্ছে এগ্রো একরস লিঃ। প্রতিষ্ঠানটির অন্যতম একটি প্রোডাক্ট রুপাই সাইলেজ। মূলত দুধ ও মাংস উৎপাদনকারী উভয় প্রকার গরুর জন্যই দারুন ফলদায়ক এটি। গবাদি পশু পালনের খরচ কমানো ও কাঁচা ঘাসের ঘাটতি পূরণে রুপাই সাইলেজ সাপ্লিমেন্ট হিসেবেও অধিক গুরুত্বপূর্ণ।

সম্প্রতি বাংলাদেশের অন্যতম সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন ‘এটিএন নিউজ কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কৃত করেন।

গত ৪ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বেস্ট সাইলেজ ম্যানুফ্যাকচারার বিভাগে রুপাই সাইলেজ কে পুরস্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এইচ আর কে আমিনুর রহমান পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোঃ আব্দুর রাজ্জাক এমপি, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পুরস্কার পেয়ে এগ্রো একরস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এইচ আর কে আমিনুর রহমান বলেন- প্রচলিত সাইলেজের ভীরে রুপাই সাইলেজ সকলের ধারনায় পাল্টে দেবে। ’এগ্রি এন্ড ফার্মিং অ্যাওয়ার্ড ২০২৩’এর সম্মাননা আরও বেশি কাজের অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশের গবাদিপশু খাতকে আরো আধুনিক ও স্মার্ট করতে সকলের ঐকান্তিক সহযোগিতায় আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।

ডেস্ক: নিউজ ক্লাউড ২১

You may also like

Leave a Comment