ইউনিমার্ট, ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ও বাংলাদেশের প্রিমিয়াম সুপারস্টোর চেইন, তাদের পথচলার ১০ বছর পূরণ করলো। ক্রেতাদের সাথে এই আনন্দময় মুহুর্তটাকে ভাগাভাগি করে, স্মরণীয় করার জন্য জুলাই ২০২৩-এ আয়োজন করা হয় সিগনেচার ক্যাম্পেইন ‘সেলিব্রেশন বোনানজা’। ৩ লাখ ৬৪ হাজার কুপনের মধ্য থেকে প্রতি ১৫ দিন পর র্যাফেল ড্র এর মাধ্যমে পুরষ্কার বিজয়ীদের উপহার প্রদান করা হয়। এছাড়া ইউনিমার্ট গুলশান ১ শাখায় আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১২ জন বিজয়ীর হাতে তুলে দেয়া হয় মেগা গিফট। উপহার হিসেবে ছিলো ব্র্যান্ড নিউ এসইউভি গাড়ি, ডাবল-ডোর ফ্রিজ, ম্যাকবুক এয়ার, ৬৫“ স্মার্ট টিভি, হোম থিয়েটার, ফিলিপস জুসার, জেবিএল পোর্টেবল স্পিকার সহ আরও অনেককিছু।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শারফুদ্দিন আকতার রশিদ- ডিরেক্টর, ইউনাইটেড গ্রুপ, ইউনিমার্ট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুরতজা জামান, মোঃ নওশাদ পারভেজ- চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, ইউনাইটেড গ্রুপ এবং শাহিন মাহমুদ- সিওও, ইউনিমার্ট লিমিটেড।

