ছোট্ট আব্রাহাম স্টেজে পারফর্ম করছে। বাবার দেখানো পথেই হেঁটে তাঁকে অভিনয় করতে দেখা যায়। আর সেটাই মুগ্ধ চোখে দেখেন শাহরুখ খান এবং গৌরী খান। তবে পর্দায় নয়, স্টেজে অভিনয় করছে সে। বলছে লম্বা লম্বা সংলাপ! প্রকাশ্যে এল সেই ভিডিও।
ছোট্ট আব্রাহাম কস্টিউম পরে সহ অভিনেতাদের সঙ্গে লম্বা লম্বা সংলাপ বলে দাপিয়ে অভিনয় করছে স্টেজ জুড়ে। দর্শকদের মাঝে বসে আছেন আব্রাহামের বাবা মা, অর্থাৎ শাহরুখ এবং গৌরী খান। অভিনয় দেখে এক পর্যায়ে চোখে পানি চলে আসে কিং খানের। খুশির কান্নায় অভিবাদন জানায় ছেলের অভিনয় দক্ষতাকে।
শাহরুখের এক ভক্ত আব্রাহামের এই পারফরমেন্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেন, ‘গর্বিত বাবা এবং মা। ছোট্ট আব্রাহাম কী সুন্দর একটা চরিত্রে পারফর্ম করছে। ও কত জলদি বড় হয়ে যাচ্ছে।’ ভিডিও দেখে অনেকের মতামত,আব্রাহাম ‘শাহরুখের আদর্শ উত্তরসূরি।’ ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে। রিটুইট হয়েছে বহুবার।
কিং খান খ্যাত বলিউড বাদশা শাহরুখ খানকে শিঘ্রই দেখা যাবে ডাঙ্কি ছবিতে। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি। এখানে শাহরুখ ছাড়াও আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, প্রমুখ।

