Home বিনোদন ‘তাপস-অপু’ ডিবি কার্যালয়ে

‘তাপস-অপু’ ডিবি কার্যালয়ে

by Razon

তাপস ও বুবলীর প্রেম গুঞ্জন ও অপুর কলরেকর্ড ঘিরে মাসের বেশি সময় ধরে ঢালিউডে আলোচনা-সমালোচনা চলছে। যেটা ঘিরে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফ্যাশন ডিজাইনার ফারজানা মুন্নি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকলেও এখন তা গড়িয়েছে ডিবি অফিস পর্যন্ত। সেই সূত্রে গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার অপু ও তাপসকে নিয়ে বৈঠকে বসেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ।

কিছুদিন আগে শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে নিজেদের অবস্থান সম্পর্কে কথা বলেন তাপস-মুন্নি। সেখানে অপু বিশ্বাস এর কথা উঠে আসে। এর বিপরীতে গত ১৭ ডিসেম্বর একটি ভিডিও বার্তা দেন অপু বিশ্বাস যেখানে অভিযোগের আঙুল তোলেন মুন্নি ও বুবলীর দিকেই। ১৭ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) যান তাপস এবং ডিএমপির ডিবি-প্রধান হারুনের সঙ্গে আলোচনার সময় বিষয়টি নিয়ে কথা বলেন এবং একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরেই অপু ও তাপসকে নিয়ে আলোচনায় বসেন ডিএমপির ডিবি-প্রধান হারুন।

তাপস বললেন, ‘হারুন ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনিই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর তার কথা অনুযায়ী আমি ব্যক্তি তাপস হিসেবে একটি অভিযোগ দেই। আমি স্পষ্ট করে বলতে চাই, অপু বিশ্বাসের নামে কোনও অভিযোগ করিনি। আমার অভিযোগ ছিল, ওই কলরেকর্ড কীভাবে ফাঁস হয়েছে, কেন ফাঁস হলো, অথবা পরবর্তীতে আমাদের কোনও ব্যক্তিগত কলরেকর্ড ফাঁস যাতে না হয়, সে বিষয়ে।’

‘সংগীত পরিচালক তাপস আরও বলেন, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করেছি। হারুন ভাই খুব সুন্দরভাবে আমাদের আইনের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আমি অথবা অপু কেউই কোনও আইনি লড়াই করতে আসিনি। আমাদের কাজ হলো আপনাদের বিনোদন দেওয়া।

’অপু জানান, তার কাছে ডিএমপির ডিবি-প্রধান হারুন একজন অভিভাবক। ‘তাপস ভাইয়ের সঙ্গে এই প্রথম দেখা, তবে এমন জায়গায় হবে, সেটা আশা করিনি। অপু বলেন পারিবারিক বিষয়গুলো বারবার সামনে না আনাই ভালো। আমরা সবাই মানুষ, আর মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার ফেসবুক পেজে যে ভিডিওটি দিয়েছিলাম, তাপস ভাই ও মুন্নি ভাবির প্রতি সম্মানের জায়গা থেকে আমি সেটা আজই ডিলিট করে দেবো।’

ডিএমপির ডিবি-প্রধান হারুন বলেন ‘সাইবার বুলিংয়ের শিকার হয়ে তাপস আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন। আজ দুই পক্ষকে ডেকেছিলাম বিষয়টি জানার জন্য। দুই পক্ষই কিন্তু স্ব-স্ব ক্ষেত্রে সফল মানুষ। উল্লেখ্য বিষয় নিয়ে, তারা যতটা না বলছেন, তারও বেশি কিছু সাইবার ক্রিমিনাল ফেসবুক-ইউটিউবে বিভ্রান্তিমূলকভাবে প্রচার করছে। তো আজ আলোচনার পর তাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে, আর কোনও ঝামেলা নেই।’

You may also like

1 comment

difference between tadalafil and sildenafil February 7, 2024 - 3:12 am

difference between tadalafil and sildenafil

difference between tadalafil and sildenafil

Reply

Leave a Comment