Home খেলা সানজিদা ভারতে..

সানজিদা ভারতে..

by Razon

ভারতীয় লিগে খেলতে যাচ্ছেন জাতীয় দলের ফুটবলার সানজিদা আক্তার। কলকাতার বিখ্যাত ইস্ট বেঙ্গল ক্লাব থেকে উইঙ্গার সানজিদা প্রস্তাব পেয়েছেন। মেয়েদের এই ফুটবল লিগে খেলতে এরই মধ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি সেখানে খেলবেন কিকস্টার্ট এফসিতে।

You may also like

Leave a Comment