305
এসি আই পিওর সরিষার তেল ও আনন্দ আলোর যৌথ উদ্যোগে জাতীয় ভর্তা প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হল গত ২২জানুয়ারি সোমবার তেজগাঁস্থ চ্যানেল আই এর ছাদ বারান্দায়। অনুষ্ঠানে ইতিপূর্বে বাছাই করা ২৩ জন্য প্রতিযোগি তাদের নিজ নিজ ভর্তা পরিবেশন করেন। বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর নেতৃত্বে ৬ সদস্যের একটি বিচারক প্যানেল ২৩ জন প্রতিযোগির ভর্তা যাচাই করে গালা রাউন্ডের জন্য ৬ জনকে নির্বাচিত করেন। বিজনেস ডিরেকটর এসিআই ফুড এন্ড কমোডিটি ব্র্যান্ডস ফারিয়া ইয়াসমিন, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

