Home বাণিজ্য নিউ ধানসিঁড়ির রেস্তোরা ও তেলাপোকা খিচুড়ির শেষ কোথায় !

নিউ ধানসিঁড়ির রেস্তোরা ও তেলাপোকা খিচুড়ির শেষ কোথায় !

by Razon

গত ২২ জানুয়ারী, রাতে দেশের অন্যতম কয়েকটি সংবাদমাধ্যম ও ব্যাংক কর্মকর্তাগন রাতে খিচুড়ি খেতে
গিয়েছিলেন গুলশান ২ এর অভিজাত নিউ ধানসিঁড়ি রেস্তোরায় । সেখানেই তাদের কে তেলাপোকাসহ খিচুড়ি
পরিবেশন করা হয় যা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছ। অভিযোগ উঠেছে এমন বিশ্রী অভিজ্ঞতার পর
সেখানে উপস্থিত অনেকে সেই রাতেই অসুস্থ হয়ে পরেন। বিষয়টি নিয়ে ভোক্তা অধিকারে যোগাযোগ করা হলে
তারা বিষয়টি আমলে নিয়ে বেবস্থা নিবেন বলে ভুক্তভুগীদের আশ্বস্ত করেছেন ।

অভিযোগ আছে ধানসিঁড়ি বরাবরই ভোক্তাদের নোংরা, অস্বাস্থ্যকর, মেয়াদ উরতিন খাবার উচ্চমূল্যে পরিবেশন করে।
এর পূর্বে ও ২০১৭ সালে রেস্টুরেন্টের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবার তৈরিতে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের
দায়ে মিরপুরের ধানসিঁড়ি রেস্টুরেন্ট -এ র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৯ লাখ ৬৫
হাজার টাকা জরিমানা করেন। ২০১৯ ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ
আল মামুনের অভিযানে রাজধানীর গুলশান-২ নম্বরের ধানসিঁড়ি রেস্টুরেন্ট ঢুকে একই অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে
পান এবং দুই লাখ টাকা জরিমানা করেন। অভিজাত এলাকার রেস্টুরেন্টটির বাইরে যেভাবে চাকচিক্যে ভরা, ভেতরে
ঢুকে তার সঙ্গে সংগতিপূর্ণ কিছুই পাওয়া যায় না । দেখা যায় ফ্রিজে পচা-বাসি খাবার, ফ্লোরে ময়লা, রান্নাঘরের
অস্বাস্থ্যকর পরিবেশ। সংশ্লিষ্ট অনেকেই দাবি তোলেন, এই সমস্ত রেস্টুরেন্ট বন্ধ করে জড়িতদের কঠোর শাস্তি
নিশ্চিত করা। জনসচেতনা বৃদ্ধি সহ সাধারণ ভোক্তাগনকে এধরনের রেস্টুরেন্ট পরিহার করার পরামর্শ দেন অনেকে

You may also like

1 comment

HrJWdDqiu February 15, 2024 - 6:53 am

RZVobHGxyKc

Reply

Leave a Comment