Home চিকিৎসা 3rd International Conference on Oral Cancer (BOCSCON 2024)

3rd International Conference on Oral Cancer (BOCSCON 2024)

by Razon

অনুষ্ঠিত হয়ে গেলো 3rd International Conference on Oral Cancer (BOCSCON 2024)
বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির আয়োজনে আজ ২৩/২/২৪ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই আন্তর্জাতিক কন্ফারেন্স অনুষ্ঠিত হয়।

২৩ ফেব্রুয়ারি ২০২৪ সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন ওরাল ক্যান্সার সোসাইটির সভাপতি ও কনফারেন্স চেয়ারম্যান অধ্যাপক মতিউর রহমান মোল্লা, চিফ প্যাট্রন অধ্যাপক মেজর জেনারেল ডা. গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং সোসাইটির সাধারন সম্পাদক ও কনফারেন্স সেক্রেটারী অধ্যাপক ডা. মাহমুদা আক্তার।

দিনব্যাপী এই কনফারেন্সে সারাদেশের প্রায় পাঁচ শতাধিক ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ও ডেন্টাল সার্জন অংশগ্রহন করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য, দ. কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও ভারতের ওরাল ক্যান্সার সার্জন ও গবেষকসহ দেশের ২০জন সার্জন তাদের গবেষনাপত্র উপস্থাপন করেন।

এছাড়াও সোসাইটির উদ্দোগে আয়োজিত “ ফান্ডামেন্টাল কোর্স অন ওরাল ক্যান্সার” এ অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান, প্রস্তাবিত ওরাল ক্যান্সার ট্রিটমেন্ট প্রোটোকল উন্মোচন ও নবীন ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের সংবর্ধনা প্রদান করা হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও কনফারেন্স চেয়ারম্যান অধ্যাপক মতিউর রহমান মোল্লা চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে সোসাইটির অংশগ্রহন অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সোসাইটির সাধারন সম্পাদক ও কনফারেন্স সেক্রেটারী অধ্যাপক ডা.মাহমুদা আক্তার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই আন্তর্জাতিক কনফারেন্সে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপকসআবুল কাশেম ও মহাসচিব অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল; বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন্স ( বামোস) এর সভাপতি অধ্যাপক ইসমত আরা হায়দার ও মহাসচিব ডা. এস এম আনোয়ার সাদাত।

উপস্থিত সকল চিকিৎসক কনফারেন্সে লব্ধ জ্ঞান রোগীদের উন্নত চিকিৎসায় ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment