অনুষ্ঠিত হয়ে গেলো 3rd International Conference on Oral Cancer (BOCSCON 2024)
বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির আয়োজনে আজ ২৩/২/২৪ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই আন্তর্জাতিক কন্ফারেন্স অনুষ্ঠিত হয়।

২৩ ফেব্রুয়ারি ২০২৪ সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন ওরাল ক্যান্সার সোসাইটির সভাপতি ও কনফারেন্স চেয়ারম্যান অধ্যাপক মতিউর রহমান মোল্লা, চিফ প্যাট্রন অধ্যাপক মেজর জেনারেল ডা. গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং সোসাইটির সাধারন সম্পাদক ও কনফারেন্স সেক্রেটারী অধ্যাপক ডা. মাহমুদা আক্তার।

দিনব্যাপী এই কনফারেন্সে সারাদেশের প্রায় পাঁচ শতাধিক ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ও ডেন্টাল সার্জন অংশগ্রহন করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য, দ. কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও ভারতের ওরাল ক্যান্সার সার্জন ও গবেষকসহ দেশের ২০জন সার্জন তাদের গবেষনাপত্র উপস্থাপন করেন।

এছাড়াও সোসাইটির উদ্দোগে আয়োজিত “ ফান্ডামেন্টাল কোর্স অন ওরাল ক্যান্সার” এ অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান, প্রস্তাবিত ওরাল ক্যান্সার ট্রিটমেন্ট প্রোটোকল উন্মোচন ও নবীন ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের সংবর্ধনা প্রদান করা হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও কনফারেন্স চেয়ারম্যান অধ্যাপক মতিউর রহমান মোল্লা চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে সোসাইটির অংশগ্রহন অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সোসাইটির সাধারন সম্পাদক ও কনফারেন্স সেক্রেটারী অধ্যাপক ডা.মাহমুদা আক্তার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই আন্তর্জাতিক কনফারেন্সে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপকসআবুল কাশেম ও মহাসচিব অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল; বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন্স ( বামোস) এর সভাপতি অধ্যাপক ইসমত আরা হায়দার ও মহাসচিব ডা. এস এম আনোয়ার সাদাত।

উপস্থিত সকল চিকিৎসক কনফারেন্সে লব্ধ জ্ঞান রোগীদের উন্নত চিকিৎসায় ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন।

