পিপলস থিয়েটার এসোসিয়েশন এর আয়োজনে এবং ঋত্বিক নাট্যপ্রাণ শিশুবন্ধু লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় ৫ জুলাই ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয় ‘মঞ্চকুঁড়ি’ ও ‘মঞ্চমুকুল’ পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে সারা বাংলাদেশ থেকে মোট ৩৯০ জনকে ‘মঞ্চকুঁড়ি’ ও ‘মঞ্চমুকুল’ পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. মাহফুজা হেলালী এবং শিশু বক্তব্য রাখেন সামিয়া মুত্তাকিয়া মহুয়া। তাদের বক্তব্যের পর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন লিয়াকত আলী লাকী এবং পরিবেশনায় পিপলস লিটল থিয়েটার। নাটকের পর শিশুবন্ধুর কথা বলেন শিশুবন্ধু লিয়াকত আলী লাকী। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু-কিশোর সংগীতদল মেলডি পরিবেশন করেন। তারপর পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘অবহেলার মৃত্যু আর নয়’। কথা ও সুর করেছেন লিয়াকত আলী লাকী। নৃত্য নির্মিতীতে আরোহী সেন, সহযোগী নৃত্য পরিচালনায় এস কে জাহিদ এবং পরিবেশনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্যদল। ধারাবাহিক পরিবেশনায় সমবেত সংগীত ‘মুক্ত জীবন গড়ে তোলার মঞ্চ মোদের তরণী’ ও ‘এমাটি নয় জঙ্গীবাদের এমাটি মানবতা’ পরিবেশিত হয়। গানের কথা ও সুরকার ছিলেন লিয়াকত আলী লাকী এবং পরিবেশনায় ছিলেন মঞ্চমুকুল সংগীতদল। লিয়াকত আলী লাকীর পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনা নাট্যালেখ্য ‘বাংলার মুখ’ পরিবেশন করে পিপল্স লিটল থিয়েটার। এরপর পরিবেশত হয় সমবেত নৃত্য ‘আমার পরিচয়’। ভাবনা ও পরিকল্পনায় শিশুবন্ধু লিয়াকত আলী লাকী, নৃত্য নির্মিতীতে মেহরাজ হক তুষার, সহযোগী নৃত্য পরিচালনায় এস কে জাহিদ এবং পরিবেশনায় …. নৃত্যদল। নৃত্যের পর লিয়াকত আলী লাকীর কথা ও সুরে সমবেত সংগীত ‘আমরা সবাই মঞ্চকুঁড়ি নটনন্দনে ফুটবো’ পরিবেশন করে মঞ্চকুঁড়ি সংগীতদল। আবারো সমবেত সংগীত ‘মনের রঙ লেগেছে’ পরিবেশন করে মঞ্চকুঁড়ি সংগীতদল। এরপর পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘চলো বাংলাদেশ’। নৃত্যটির ভাবনা ও পরিকল্পনায় ছিলেন শিশুবন্ধু লিয়াকত আলী লাকী, নৃত্য নির্মিতীতে ছিলেন জয়দীপ পালিত, সহযোগী নৃত্য পরিচালনায় ছিলেন এস কে জাহিদ এবং পরিবেশনায় ছিলেন মঞ্চকুঁড়ি নৃত্যদল। সবশেষে সারাদেশ থেকে আগত শিশুশিল্পীদের হাতে ‘মঞ্চকুঁড়ি’ ও ‘মঞ্চমুকুল’ পদক এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

২৬২টি শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠনের সমন্বয়ে গঠিত পিপলস থিয়েটার এসোসিয়েশন বিগত ৩৩ বছর যাবত নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

