Home জাতীয় লালন স্মরণোৎসব’২০২৪

লালন স্মরণোৎসব’২০২৪

by News Cloud21

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৩ দিনব্যাপী আয়োজন

বহুমুখী প্রতিভার অধিকারী ফকির লালন ধর্ম, জাত ভেদাভেদ করেন নি, ধর্মীয় উগ্রতা ও গোঁড়ামির সেই ১৮ শতকে যখন নিপীড়ন, মানুষের প্রতিবাদহীনতা, ধর্মীয় কুসংস্কার, লোভ, আত্মকেন্দ্রিকতা সমাজ বিকাশের সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল সে সময় তিনি মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, সত্যের কল্যাণের বার্তা ছড়িয়ে দিয়েছেন। জাতিধর্ম বিভাজনের বিরুদ্ধে তিনি গেয়েছেন-
“ব্রাক্ষ্ণণ চন্ডাল চামার মুচি, এক জলেই সব হয় গো শুচি….” একইসুরেই গেয়েছেন “আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে..” তাঁর প্রদত্ত চিরন্তন বাণী যুগে যুগে প্রাসঙ্গিক হয়ে থেকেছে। আধ্যাত্মিক ফকির সাধক মহাত্মা লালন সাঁই, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক হিসেবে সমধিক পরিচিত। তাঁর বাণীতে রচিত হয়েছে অসংখ্য গান, যার সুর সৃষ্টিকারী ও গায়কও ছিলেন তিনি। তাঁর গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ, এমনকি বিশ্বেও ছড়িয়েছে তাঁর আধ্যাত্মিকতা ও বাউল দর্শন।
আগামী ১৭ অক্টোবর লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

প্রথম দিন ১৭ অক্টোবর, বৃহস্পতিবার ২০২৪ সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত হবে ‘আশাসিন্ধু তীরে’। গানে ও তত্ত্বে তাঁকে উপস্থাপন করবেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী। ২য় দিন ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে আয়োজন করা হবে সাধুমেলা “মানুষ ভজলে সোনার মানুষ হবি”। ৩য় দিন ১৯ অক্টোবর ২০২৪, শনিবার বিকাল ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে ১ম পর্বে ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজিত হবে। ২য় পর্বে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে লালন স্মরণোৎসব ‘ধরো মানুষ রূপ নেহারে’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক ও কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদ এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

তথ্যসুত্র: জনসংযোগ কর্মকর্তা
বাংলাদেশ শিল্পকলা একাডেমি

You may also like

Leave a Comment