Home শিক্ষা ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

by News Cloud21

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২০২৪-২৪ মেয়াদের এই কার্যনির্বাহী কমিটিতে মোঃ জুনায়েদ শাহরিয়ার, সভাপতি ও দাউদ রশিদ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সানজিদা ফেরদৌস তিথি(সহ-সভাপতি), মালিহা ওয়াদুদ চাঁদনী (যুগ্ম সাধারন সম্পাদক), প্রমা সঞ্চিতা অর্থি (সাংগঠনিক সম্পাদক), নাফিসা ইসলাম (অর্থ সম্পাদক) এবং তামজীদ সৌমিক (প্রচার সম্পাদক)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মাজহারুল ইসলাম মুন্না এবং আহমদে সেজান নির্বাচিত হয়েছেন। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যালামনাই তাসলিমা আক্তার শিখা এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যালামনাই সাব্বির আহমেদ এবং আলভি হোসাইন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

২০২০ সালে ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত প্রায় ৪ শতাধিক অ্যালামনাই এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়েছেন। এমএসজে বিভাগের সাবেক শিক্ষার্থীরা বিশ্বের যে কোন প্রান্ত থেকে এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন।

You may also like

Leave a Comment