Home দেশ ও জনপদ ঘুরে আসুন ঐতিহ্যবাহী মেঘমাটি ভিলেজ রিসোর্ট

ঘুরে আসুন ঐতিহ্যবাহী মেঘমাটি ভিলেজ রিসোর্ট

by News Cloud21

আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মেঘমাটি রিসোর্টটি দেশী বিদেশী ভ্রমণপিয়াসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে । ব্যস্ততার ভিড়ে একটু ছুটি মিললেই কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে পরিকল্পনার শেষ নেই। যানজট এড়িয়ে প্রকৃতির কাছাকাছি যদি কোথাও যাওয়া যায় তাহলে তো কথাই নেই । ব্যস্ততার জীবন থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য গ্রামীণ পরিবেশ এবং সবুজ প্রকৃতির আদলে ময়মনসিংহ জেলার ভালুকায় গড়ে তোলা হয়েছে মেঘমাটি ভিলেজ রিসোর্টটি।

দেশের এই প্রথম আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মাটির কটেজ দেখতে পাবে যে কেউ যা রিসোর্টের নামের সার্থকতা। বিশাল এলাকা জুড়ে এই রিসোর্টের আছে নানা আয়োজন। আধুনিক মানের একটি দ্বিতল ভিলার সাথে চমৎকার একটি সুইমিংপুল যুক্ত করা হয়েছে। এছাড়াও পানির উপরে আছে একটি আধুনিক মানের কটেজ। আর রিসোর্টে সবুজে মোড়ানো বিশাল মাঠ; মাঠের চারপাশে রয়েছে বিভিন্ন রকম ফলের গাছ।

মেঘমাটি ভিলেজ রিসোর্টে ইনডোর এবং আউটডোর উভয় রকম খেলাধুলার সুব্যবস্থা আছে। মাঠে খেলাধুলায় মেতে উঠার জন্য খেলার উপকরণ কর্তৃপক্ষই সরবরাহ করে থাকে। এমনকি জাল বা বরশি দিয়ে পুকুর থেকে নিজেই মাছ ধরে নিয়ে আসতে পারে ভ্রমণপিয়াসীরা । খাবার মেনুতে শাকসবজি,আচার,মাছসহ প্রায় সব রিসোর্টে পাওয়া যায়। বাজারের ফরমালিনযুক্ত জিনিসের ঝামেলা নিতে হয় না। রিসোর্টের রেস্টুরেন্টে ভারতীয়, থাই, চাইনিজ ইত্যাদি উপমহাদেশীয় খাবারের ব্যাবস্থা আছে। চাইলে ভোজন রসিক বন্ধু বান্ধব নিয়ে ব্যুফে ডিনার করতে পারবেন।

এখানে অনেক রকম আরাম আয়েশের ব্যবস্থা আছে। আলো ঝলমলে রুমগুলো বেশ শৈল্পিক নকশায় সাজানো। নরম পালকের বিছানাগুলো বেশ স্বস্তিদায়ক। এখানে ছায়াবীথি কটেজ, মাটিয়াল কটেজ,প্রাইভেট ভিলা ও শুকতারা কটেজ নামে রুম পাওয়া যায়। পুরো রিসোর্ট জুড়ে সুন্দর ফুলের সুবাস ছাড়ানো একটা স্নিগ্ধতা বিরাজ করে।

মেঘমাটি ভিলেজ রিসোর্টে বছরের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্যাকেজ চালু থাকে। পারিবারিক অবকাশ যাপনের জন্য মেঘমাটির আছে ফ্যামিলি ডে-আউট নামের একটি বিশেষ প্যাকেজ। ৬ জনের ফ্যামিলি ডে আউট প্যাকেজের মূল্য ২৫,২০০ টাকা। ডে-আউট প্যাকেজের মধ্যে রয়েছে ঢাকা থেকে রিসোর্টে যাতায়াত, সকাল ও দুপুরের খাবার, বিকালের নাস্তাসহ দিনভর মেঘমাটির গ্রামীণ পরিবেশে প্রাণবন্ত সময় কাটানো।

ঢাকা থেকে ৮৩ কিলোমিটার পাড়ি দিয়ে মেঘমাটি ভিলেজ রিসোর্টে আসতে সময় লাগবে আড়াই ঘন্টা।

বুকিংয়ের ফোন নাম্বার :-01613-555953 ফেসবুক:-https://www.facebook.com/meghmati

You may also like

Leave a Comment