Home Uncategorized হারানো বিজ্ঞপ্তি

হারানো বিজ্ঞপ্তি

by News Cloud21

নাম : জাহিদুল ইসলাম
জেলা : নারায়ণগঞ্জ
উপজেলা : সিদ্দীরগঞ্জ,
এলাকা : ওয়ার্কশপের মোড়, পুতুল ভবন ,
রেজিস্ট্রেশন নাম্বার : ১৯০০২১৬৯১২
রোল নাম্বার : ১৯৯১৩২
অধিবেশন : ২০১৮- ২০১৯
বিভাগ : টেক্সটাইল
ফোন নাম্বার : ০১৮৩৫৫৩২৮১৯
গত ১০ এপ্রিল ২০২৫ চিটাগাং রোড এলাকায় আমি ভুলবশত আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট হারিয়ে ফেলি এবং খোঁজাখুঁজি পরও ফিরে পাওয়া যায়নি ,, এই মর্মে বিজ্ঞাপন দিলাম যদি কোন সহৃদয় ব্যক্তি ও সার্টিফিকেট পেয়ে থাকেন উপরের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি।

জাহিদুল ইসলাম। ফোন নাম্বার : ০১৮৩৫৫৩২৮১৯

You may also like

Leave a Comment