বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জুলাই বিপ্লব উপজীব্য শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হলো জুলাই বিপ্লব উপজীব্য শিল্পকর্ম প্রদর্শনী। ‘জুলাই পুণর্জাগরণ অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে ২৮ জুলাই ২০২৫, সোমবার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় চিত্রশালা লবিতে জুলাই বিপ্লব উপজীব্য শিল্পকর্ম প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনীর পর্বের আয়োজন করা হয়।

ফিতা কাটার মাধ্যমে জুলাই বিপ্লব উপজীব্য শিল্পকর্ম প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান, চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা, অর্থ হিসাব ও পরিকল্পনা উপবিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, প্রশাসন বিভাগের সহকারী পরিচালক (সাধারণ সেবা) মোঃ মাহতাব হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের লাইট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা প্রমুখ।

১০ দিনব্যাপী এই প্রদর্শনীতে ৫০জন গ্রাফিতি শিল্পীর ৬৭টি শিল্পকর্ম, ২০জন চারু শিল্পীর ২৩টি শিল্পকর্ম, ১২জন ভাস্কর্য শিল্পীর ১৬টি শিল্পকর্ম, ৩৪জন সুচিশিল্পী (সুই- সুতার কাজ) ৩৪টি শিল্পকর্ম, ০৩ জন পোস্টার শিল্পী ১৫টি শিল্পকর্ম, ০৩ জন কার্টুন শিল্পী ১১টি শিল্পকর্ম এবং ১০ জন আলোকচিত্রী’র ৭১টি শিল্পকর্মসহ সর্বমোট ১৩২ জন শিল্পীর ২৩৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
আগামী ০৬ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।

