২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারও সেই প্রতিপক্ষকেই একই মাঠে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীরা। পরপর দ্বিতীয় শিরোপা ঘরে তুললো সাবিনার দল। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দুই দল। ৫১ মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। এর মাত্র ৩ মিনিটের মাথায় আমিশা কার্কির গোলে স্বাগতিক নেপালও সমতায় ফেরে। ১-১ সমতা নিয়ে জমে ওঠে সাফের ফাইনাল। স্টেডিয়ামে বসা প্রায় ২০ হাজার দর্শকের উচ্ছ্বাস আর বাংলাদেশের টিভি পর্দায় অপেক্ষমান দর্শকের সেই রোমাঞ্চ আরও বাড়িয়ে তোলে মুহুর্ত্বটি।

এরপর টানা ৮২ মিনিট পর্যন্ত চলে একে অপরের জালে আক্রমনের পালা। এরপরে আসে সেই মাহেন্দ্রক্ষন আবারও লিড নেয় বাংলাদেশ, মাসুরার থ্রো থেকে বল পায় ঋতুপর্ণা চাকমা। আর কোনরকম সময়ক্ষেপণ ছাড়াই দূর থেকে কোণাকুণি এক জোরালো শটে বল পাঠিয়ে দেয় নেপালের জালে। নেপালের গোলরক্ষক বল হাতে লাগালেও সেটি নিয়ন্ত্রণ নিতে পারেনি। দারুণ গোল পেয়ে উৎসবে মাতে পুরো বাংলাদেশ। ঋতুর অসাধারণ গোলে টানা ২য় বার সাফ শিরোপা জিতে নিল বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।









