Home জাতীয় চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া

চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া

by News Cloud21

বাংলাদেশের জন্মলগ্ন তথা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ২৪ জুলাই আন্দোলন পর্যন্ত যিনি অকুতোভয়, সংগ্রামী ও আপোষহীন ছিলেন তিনিই বেগম খালেদা জিয়া। আপসের বদলে সংগ্রামকেই বেছে নিয়েছিলেন তিনি। সময়ই তাঁর সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে। খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। পরবর্তী জীবনে কারাবরণ ও রাজনৈতিক নিপীড়নের পরও আপস করেননি, যা খালেদা জিয়ার রাজনৈতিক চরিত্রের সঙ্গে আপসহীন নেত্রীর উপাধী জুড়ে দেয়।

গত ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬ টায় ফজরের আযানের পর ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজিউন। ৩১ ডিসেম্বর ২০২৫ যোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের সামনে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

You may also like

Leave a Comment