বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ০৬টায় ফজর বাদ ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামীকাল তাঁর জানাজার দিনে সাধারণ ছুটি থাকবে।
বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে আমন্ত্রিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শোক জ্ঞাপন করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠান সহ সকল স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

