ডেস্ক : নিউজ ক্লাউড ২১
মোট ৯২ হাজার ৫৯৫ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৮.৬৭ শতাংশ।
কোভিড ১৯ পরবর্তী প্রথমবার পূর্ণ নম্বর ও সময়ে হয় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার পাস করেছে ৭৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে ৯২ হাজার ৫৯৫ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৮.৬৭ শতাংশ।
পূর্বের হিসাবে অনুযায়ী ২০২৩ সালের পরীক্ষায় পাসের হার কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৬৮৭ জন।
শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সরকার প্রধানের হাতে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাউস চেপে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন।
শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল প্রকাশ করা হয়। এছাড়া বরাবরের মত এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাচ্ছে।
কোভিড সময়ের তিন বছর পর ২০২৩ সালে এসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা দেন শিক্ষার্থীরা।
তথ্যসুত্র: ওয়েব সাইট।

